• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাফ ভাড়া বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  ২৩ নভেম্বর ২০১৭, ১৮:০২

গণপরিবহনে যাত্রী হয়রানি বন্ধ ও শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে যাত্রী অধিকার আন্দোলন নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

এ সময় যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল বলেন, বিআরটিএ’র উদাসীনতার সুযোগে পরিবহনগুলো এখন আরো বেপরোয়া হয়ে উঠেছে। বাস মালিক-শ্রমিকের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ।

তিনি বলেন, চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীতে চলমান সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে সময় ক্ষেপণ করছে বিআরটিএ।