• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নূর চৌধুরীকে ফেরাতে রাতারাতি অগ্রগতি হবে না : আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৭, ১৯:০১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত খুনি কানাডায় পালিয়ে থাকা নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে রাতারাতি অগ্রগতি হবে না। আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফন্টেইনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আনিসুল হক বলেন, আমার সঙ্গে এ ব্যাপার নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। এ বিষয়ে কানাডার পক্ষ থেকে কিছু সমস্যা তো আছেই, সমস্যা তিনি তুলে ধরেছেন। আমরা তাও বলেছি, এটা নিয়ে আলাপ করতে হবে।

তিনি বলেন, আমি বলেছি, সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে এ সমস্যা দূরীকরণে কথা বলে যেতে হবে।

তিনি আরো বলেন, আমি হাইকমিশনারকে এটাও বলেছি, যতক্ষণ পর্যন্ত এ সমস্যা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমি তাঁর সঙ্গে দেখা হলেই এ সমস্যার কথা বলব।

আনিসুল হক বলেন, এমন সমস্যা কানাডার পক্ষ থেকে আছে যে রাতারাতি অগ্রগতি হবে বলে আপনারা যদি মনে করেন, সেটা হবে না। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান বের করব বলেই আশা রাখি।

আইনমন্ত্রী বলেন, সেজন্য আমি বলব নিরাশ হওয়ার কিছু নেই। এখনো সম্ভাবনা আছে নূর চৌধুরীকে ফিরিয়ে আনার।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে ২৫ মার্চের মধ্যে সিদ্ধান্ত’
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
শ্রম আইন সংশোধনে তাড়াহুড়ো না করার আহ্বান আইএলও’র
দেশে ৬৪৮ এমপি নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
X
Fresh