• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

'আমি স্লোগান দিচ্ছি, আপনারা গলা মেলাবেন'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ নভেম্বর ২০১৭, ২২:৩৩

'আমার একটা ইচ্ছা ছিল। ক্লাসে আমার সামনে ছাত্ররা থাকে, সেখানে আর স্লোগান দিতে পারি না। আজ আমার স্বপ্নটা পূরণ করতে চাই। আমি স্লোগান দিচ্ছি, আপনারা গলা মেলাবেন।'

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এভাবেই জনতার উদ্দেশে আহ্বান জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত কথাসাহিত্যিক জাফর ইকবাল।

এরপর জাফর ইকবাল জয় বাংলা বলে স্লোগান দিলে উপস্থিত সবাই স্লোগানের উত্তর দেন।

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় নাগরিক কমিটি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাফর ইকবাল বলেন, আমি যখন পড়াই তখন আমার সামনে ৫০ জন বা খুব বেশি হলে একশ জন থাকে। এখানে লক্ষ লক্ষ মানুষ, আমি অভিভূত। এই মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতে গিয়ে শিহরণ অনুভব করছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীন হত না। তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন। এটি শুধু ভাষণ নয়, এটি কাব্য, মহাকাব্য। এই ভাষণকে স্বীকৃতি দিয়ে ইউনেস্কো নিজেকে সম্মানিত করেছে।

অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বক্তব্য দেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh