• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

উড্ডয়নের আগেই খুলে পড়ে বিমানের চাকা

অনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর ২০১৭, ১৬:০৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে কলকাতাগামী স্পাইস জেটের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়েছে। ট্যাক্সিওয়েতে পেছনের দিকে বাম পাশের একটা চাকার বিয়ারিং ভেঙে যায়। উড্ডয়নের আগেই খুলে পড়ে বিমানের চাকা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনার পর ফ্লাইটটির ৭৭ জন আরোহীকে নামিয়ে নিরাপদে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, স্পাইসজেটের বিমানটি যাত্রীদের নিয়ে রানওয়েতে যাওয়ার পথে ট্যাক্সিওয়েতে থাকা অবস্থায় বিমানের চাকা খুলে পড়ে। এ সময় কোনো আগুন না ধরলেও ধোঁয়া বের হয়।

সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফ্লাইটটিতে থেকে যাত্রীদের নামিয়ে আনে।

চাকা খুলে যাওয়ার কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়। দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটিকে হ্যাঙারে নিয়ে যাওয়া হয়।

চাকা মেরামতের পর ফ্লাইটটি ছেড়ে যাবে বলে জানান আশরাফুজ্জামান।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিরক্ষা ভেদ করে ইরানের হামলায় ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি
ইরানের হামলার মুখে পিটারসেনদের বিমানের পথ-বদল
আকাশসীমা খুলে দিল ইসরায়েল ও জর্ডান
ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায়, যা বলল বেবিচক
X
Fresh