• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিজয় দিবসে কোন স্বাধীনতাবিরোধী অতিথি হতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ নভেম্বর ২০১৭, ১৫:৩৫

বিজয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী চিহ্নিত যুদ্ধাপরাধীদের অতিথি না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজয় দিবসের অনুষ্ঠানকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ করার বিষয়ে আলোচনা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ড ও জাতীয় স্মৃতিসৌধে মাইক ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া নিরাপত্তার দিক বিবেচনা করে সন্ধ্যা ৬টার আগেই দেশের সব বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করতে হবে। তবে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে সন্ধ্যা ৬টার পরও অনুষ্ঠান করা যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিজয় দিবসে রাস্তার ওপর কোনও তোরণ নির্মাণ করা যাবে না। এছাড়া রাজধানীর সভাসহ সারাদেশে কোনও অনুষ্ঠান করতে হলে প্রশাসনকে সাতদিন আগে জানাতে হবে।

বিজয় দিবসের অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
X
Fresh