• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফের আলোর মুখ দেখছে কুলাউড়া-শাহবাজপুর রেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ নভেম্বর ২০১৭, ১৯:১৩

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথ চালু করতে চুক্তি হয়েছে। আজ বুধবার রেল মন্ত্রণালয়ে ভারতীয় এক প্রতিষ্ঠানের সঙ্গে এ চুক্তি হয়।

রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষে চুক্তিতে সই করেন রেলের মহাব্যবস্থাপক (পূর্ব) আব্দুল হাই এবং ভারতীয় প্রতিষ্ঠান ‘কালিন্দী রেল কনস্ট্রাকশন’ এর ভাইস প্রেসিডেন্ট (ওভারসিস প্রজেক্ট) শারদ শর্মা।

১৯১০ সালে চালু হওয়া কুলাউড়া-শাহবাজপুর সেকশন ২০০২ সালে বিএনপি সরকারের সময় বন্ধ হয়ে যায়। ২০১৫ সালে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ অংশের পুনর্বাসনে ভারতীয় প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ দেয় রেলপথ মন্ত্রণালয়।

প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ৬৭৮ কোটি টাকার মধ্যে ভারত ঋণ হিসেবে ৫৫৬ কোটি টাকা এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ১২২ কোটি টাকা জোগান দেয়া হবে।

আগামী দুই বছরে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আর সেটা হলে আগামী ২০১৯ সালে চালু হবে এই রেলপথ।

ভারতের লাইন অব ক্রেডিট এর অর্থায়নে প্রকল্পটি নির্মিত হচ্ছে।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, বিএনপি সরকার রেলের প্রতি কোনো নজর দেয়নি। তখন নানা চক্রান্ত করে রেল কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে রেলে শৃঙ্খলা ফিরে এসেছে। এ সরকার রেলের মাধ্যমে সুলভে জনগণকে সেবা দিতে চায়।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে রেলপথে অনেক উন্নতি হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। জনগণ রেলের মাধ্যমে আরো উন্নত সেবা পাবে।

মন্ত্রী বলেন, নির্মাণকারী প্রতিষ্ঠান নির্ধারিত সময় অর্থাৎ আগামী দুই বছরে কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করছি।

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, ব্যাখ্যা দিলো নেসলে
মোরেলগঞ্জে স্টিলব্রিজের সঙ্গে আটকে গেলো বাস, যাত্রীদের দুর্ভোগ 
X
Fresh