• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জিডিপি প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশ, মাথাপিছু আয় ১৬১০ ডলার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৭, ১৫:০১

চূড়ান্ত হিসাবে ২০১৬-১৭ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। আর মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ০৪ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে প্রাথমিক হিসাবে ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল। কিন্তু চূড়ান্ত হিসাবে তা অতিক্রম করেছে। শেষ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।

তিনি আরো জানান, এই অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ মার্কিন ডলার, যা প্রাথমিক হিসাবে ১ হাজার ৬০২ মার্কিন ডলার ছিল।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের একনেক বৈঠকে বরিশালে শেখ হাসিনা সেনানিবাস নির্মাণসহ মোট ১০ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

নতুন ও সংশোধিত এসব প্রকল্পের মোট ব্যয় সরকারি অর্থায়ন থেকে করা হবে ৩ হাজার ৩১৮ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ১৫ কোটি ২৭ লাখ টাকা।

প্রকল্পগুলোর মধ্যে শেখ হাসিনা সেনানিবাস নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৬৯৯ কোটি টাকা। এর পুরোটাই সরকারি অর্থায়ন থেকে আসবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রজতজয়ন্তী মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় অধ্যাপক আবদুল মজিদ কলেজ
‘রেকর্ড স্টোর ডে’তে এবারও বিশেষ আয়োজন
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
X
Fresh