• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘মধ্যবর্তী নয়, আগের নির্বাচন চাই’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪০

মধ্যবর্তী নয়, জাতীয় সংসদ নির্বাচন চাই। ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের নামে জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাগপার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের নয়, জনগণের সার্চ কমিটি ​দিয়ে কমি​শন গঠন করতে হবে। অন্যথায় জনগণ তা মানবে না।

তিনি দাবি করেন, ফখরুদ্দীন-মইনউদ্দিন দেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র শুরু করেছিল। সে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। তাদের রেখে যাওয়া কাজ পূর্ণ করছে আওয়ামী লীগ।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে বিএনপিকে নির্মূল করে দিতে চায়।

এইচটি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh