• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উত্তরায় আগুনে পুড়লো ওষুধের দোকান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৭, ০৯:৪৯

রাজধানী উত্তরার দক্ষিণখানে আগুনে পুড়ে গেছে ইউনাইটেড মেডিসিন কর্নার নামের একটি ওষুধের দোকান।

সোমবার দিনগত রাতে দক্ষিণখানের জয়নাল মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক মো. তানভীর।

ঘটনার প্রত্যক্ষদর্শী জয়নাল মার্কেটের সিকিউরিটি গার্ড জাকির হোসেন আরটিভি অনলাইনকে জানান, সোমবার দিনগত রাত দেড়টার দিকে এই মার্কেটের ইউনাইটেড মেডিসিন কর্নার নামের ওষুধের দোকানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্য এরই আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়। তবে আশপাশের দোকানগুলো ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।

ঘটনাস্থলে থাকা এই মার্কেটের শিমুল নামের আরেকজন দোকানি আরটিভি অনলাইনকে বলেন, কি কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে দোকানের ফ্রিজ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ ফ্রিজটি আগুনে একদম গলে গেছে।

জয়নাল মার্কেটের প্রথম তলায় ইউনাইটেড মেডিসিন কর্নার নামের এই ওষুধের দোকান। ছয়তলা এই ভবনের তিনতলা পর্যন্ত মার্কেট। গ্রাউন্ড ফ্লোরে মাছ ও তরকারির দোকান। অন্য তিনটি তলায় মুদি, ওষুধ, কাপড়সহ রকমারি দোকানপাট রয়েছে। মো. আব্দুল লতিফ নামের এক ব্যক্তি এই মার্কেটের মালিক।

জেবি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh