• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা শিবিরে নজরদারিতে ৫ পুলিশ ক্যাম্প

অনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর ২০১৭, ১৭:১৩

কক্সবাজারের টেকনাফের কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে নজরদারিতে পাঁচটি পুলিশ ক্যাম্প করা হচ্ছে। জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় পুলিশকে এ নির্দেশ দেয়া হয়।

ত্রাণমন্ত্রী জানান, রোহিঙ্গা শরণার্থীদের ওপর নজরদারি বাড়ানোর জন্য কুতুপালং আশ্রয় শিবিরে ৫টি পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার।

মায়া জানান, রোহিঙ্গা শিবিরে আরো নজরদারি বাড়ানো হবে। তাদের উপর তীক্ষ্ণ নজর রাখা হবে। তাদরে উপর নজর রাখাতে পুলিশের তৎপরতা বাড়ানো হবে।

গেলো শুক্রবার কক্সবাজারের রামুতে রোহিঙ্গা যুবকের দায়ের কোপে আব্দুল জব্বার নামে এক বাংলাদেশি নিহত হন। গভীর রাতে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে এ ঘটনার ঘটে। এর পর সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হলো।

ত্রাণমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার অত্যন্ত পরিশ্রম করছে। ২৬টি চেকপোস্ট করেছে, যেন এরা ওই এলাকা থেকে বেরিয়ে যেতে না পারে।

মন্ত্রী বলেন, বন বিভাগের সাড়ে পাঁচ হাজার একর জমির মধ্যে তিন হাজার একর জায়গায় রোহিঙ্গাদের রাখার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, পাহাড় কেটেছে এটা আমরা স্বীকার করি, আর যেন না কাটে। পাহাড় রক্ষার জন্যই কিন্ত তাদের সবাইকে এক জায়গায় নিয়ে আসছি।

গেলো ২৫ আগস্ট মিয়ানমারের সেনা বাহিনীর হাতে নির্যাতিত হয়ে এ পর্যন্ত ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
X
Fresh