• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের দেখতে আজ কক্সবাজার যাচ্ছেন খালেদা জিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৭, ০৯:১২

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে ও তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সকাল ১০টার দিকে গুলশানের বাসবভন থেকে সড়ক পথে কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। এ সময় তাঁর গাড়ি বহরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন।

এদিকে খালেদা জিয়ার আগেই কক্সবাজারে গেছে দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়।

জানা যায়, খালেদা জিয়া আগমনের উপলক্ষে দলের নেতাকর্মীরা উজ্জীবিত। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নেত্রীকে বরণ করতে সবশেষ প্রস্তুতি শেষ করেছে নগর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন। খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলের চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নেতাকর্মীরা। চট্টগ্রাম নগরীতে শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি।

এর আগে ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লী পরিদর্শনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল
বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
X
Fresh