• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ অক্টোবর ২০১৭, ১৭:১৪

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৭৯ জন।

বুধবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করেছে।

পিএসসি সূত্র জানায়, এবার ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার বিভিন্ন ক্যাডারে ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন।

তার মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৯৪৩ জন, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে ১ হাজার ৭০১ জন, কারিগরি ক্যাডারে ৭৩৫ জন রয়েছেন।

একইসঙ্গে সহকারি সার্জেন্ট ক্যাডারে ৪৩৪ জন ও সহকারি ডেন্টাল সার্জেন্ট ক্যাডারে ৭ জন কৃর্তকার্য হয়েছেন।

পিএসসির ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে।

গেলো ২৩ মে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। এর আগে প্রিলিমিনারি পরীক্ষার উত্তীর্ণ হয়েছিলেন ৮ হাজার ৫২৩ জন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গেলো বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএসের প্রিলির জন্য ১০৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা
পিএসসির নন–ক্যাডারে ২৫০০ পদে চাকরির সুযোগ
আদালতের নির্দেশ না মানায় পিএসসি চেয়ারম্যানকে নোটিশ
X
Fresh