• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মিয়ানমারে বিশেষ দূত নিয়োগ দিয়েছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ অক্টোবর ২০১৭, ১৫:০৯

রোহিঙ্গা ইস্যুতে চাপ সৃষ্টি করতে মিয়ানমারে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল সোমবার এক বিবৃতিতে সাবেক এমপি বব রেই উইলকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানান কানাডার প্রধানমন্ত্রী। খবর হাফিংটন পোস্ট।

এছাড়া দেশটিতে কানাডার মানবিক সহায়তা দ্বিগুণ করার ঘোষণাও দেন ট্রুডো।

তিনি জানান, রোহিঙ্গাদের জন্য তার দেশ ৯৫ লাখ ডলার সহায়তা দেবে। প্রধানমন্ত্রী ট্রুডো রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে এবং সার্বিক সংকট নিরসনে দূতকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

কিভাবে রোহিঙ্গাদের সর্বোচ্চ সহযোগিতা করা যায় সেই বিষয়েও ট্রুডোকে পরামর্শ দেবেন বব রেই উইল। বিবৃতিতে প্রধানমন্ত্রী ট্রুডো রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত রোববার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে মিয়ানমারের সহিংসতার পর থেকে এ পর্যন্ত ৬ লাখ ৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে গেলো আগস্টে নতুন করে সহিংসতা শুরুর পর এ মাসের শুরুর দিকে রোহিঙ্গা অনুপ্রবেশ কিছুটা কম হলেও গেলো এক সপ্তাহে তা আবার বেড়েছে।

এপি/এ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফ সীমান্তে ফের মর্টারশেলের বিকট শব্দ, আতঙ্কে স্থানীয়রা
জাস্টিন ট্রুডোর জন্ম বাংলাদেশে!
ইসরায়েলকে আর অস্ত্র দেবে না কানাডা
হঠাৎ ২১ মর্টার শেল বিস্ফোরণ, কাঁপল টেকনাফ
X
Fresh