• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ২২ সেপ্টেম্বর’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২১

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জানালেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, প্রতিবেদন আমার হাতে আছে। নির্ধারিত দিনে তা জনসম্মুখে প্রকাশ করা হবে।

গেল মাসে মুহিত জানান, ২৪ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বার্ষিক সভায় যোগদানের জন্য ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগেই এই প্রতিবেদন প্রকাশ করা হবে।

এর আগে কয়েকবার এই প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি দিয়েও তা রাখতে ব্যর্থ হন তিনি।

গেল ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেয়া হয়। এরপর রিজার্ভ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে ১৫ মার্চ তিন সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। ওই কমিটি ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে।

অর্থমন্ত্রী ওই সময় জানান, বাজেটের কারণে তিনি ব্যস্ত। বাজেটের পর প্রতিবেদন প্রকাশ করা হবে। কিন্তু বাজেটের পর তা প্রকাশ করা হয়নি।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh