• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নরওয়েতে ১০০ মিলিয়ন ডলার পাচার করেছে গ্রামীণ ব্যাংক: জয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৭, ১৮:১১

নরওয়েতে ১০০ মিলিয়ন ডলার পাচার করেছে গ্রামীণ ব্যাংক এবং এর মূল হোতা ড. মুহাম্মদ ইউনূস- এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে সুচিন্তা ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, বিশ্বব্যাংকের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছিল পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন ইউনূস। পদ্মা সেতুর অর্থ বাতিলের পেছনে ইউনূস এবং হিলারি ভূমিকা রেখেছেন। ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেয়া ও বিশ্বব্যাংককে কাজ না দেয়ায় পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।

প্রধানমন্ত্রীপুত্র বলেন, ওয়ান ইলেভেনের সময় ড. মোহম্মদ ইউনূস সামরিক সরকারের সাথে হাত মিলিয়ে রাজনীতির মাঠে নেমেছিলেন। ১০০ মিলিয়ন ডলার খরচ করেও তিনি ক্ষমতায় আসতে পারেনি। কারণ মানুষের ভালবাসা ছাড়া ক্ষমতায় আসা যায় না।

তিনি বলেন, ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে আমাকে হুমকি দেয়া হয়েছিল। ট্যাক্স অডিটের ভয় দেখানো হয়েছিল কিন্তু সততার কারণে আমি তাদের হুমকিতে ভয় পাইনি।

প্রধানমন্ত্রীপুত্র আরো বলেন, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন নেই। সব ষড়যন্ত্র মিথ্যা প্রমাণ করে পদ্মা সেতু আজ দৃশ্যমান।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই।তা মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান তার বক্তব্যে বলেন, পদ্মা সেতু জাতীয় আত্মমর্যাদার প্রতীক হয়ে থাকবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসকে ১১৯ কোটি টাকা কর দিতেই হবে
গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার কারাদণ্ড
ড. ইউনূসের অভিযোগ প্রত্যাখান করলো কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানস
গ্রামীন ব্যাংকের স্পষ্ট ব্যাখ্যার পরেও বিভ্রান্তি ছড়াচ্ছে ইউনূস সেন্টার
X
Fresh