• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘৫ লাখ ৭০ হাজার হয়রানির মামলা দিয়েছে সরকার’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৭, ১৪:৩১

বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে হয়রানি করতে সরকার ৫ লাখ ৭০ হাজার মামলা দিয়েছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় এমন অভিযোগ করেন তিনি।

প্রয়াত অলি আহাদ ও চাষী নজরুল ইসলাম স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে গণসাংস্কৃতিক দল।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। দেশে মুখোশপরা গণতন্ত্রের লেবাস আছে। গণতন্ত্রের লেবাস পরে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার পায়তারা করছে। তার দল চায় না বাইরে থেকে এসে কেউ এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিক।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ বুকের রক্ত দিয়েছে এই গণতন্ত্রের জন্য। তারাই এখন জেগে ওঠে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী। ভবিষ্যতেও আপসহীন থেকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন। দেশের মানুষের কাছে খালেদা জিয়াই গণতেন্ত্রর প্রতীক। তিনিই এ দেশের মানুষকে মুক্তি দিতে পারবেন।

মির্জা ফখরুল বলেন, চিকিৎসার জন্য তারেক রহমান বিদেশে থাকলেও সরকার তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

গণসাংস্কৃতিক দলের সভাপতি এম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সমাবেশ করার ঘোষণা বিএনপির
‘আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
‘সরকার চোরাবালিতে দাঁড়িয়ে, যেকোনো সময় ডুবে যাবে’
X
Fresh