• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হলফনামা বাতিলের প্রস্তাব মৌলিক অধিকারের পরিপন্থী : বদিউল আলম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৭, ২১:৩৫

সংসদ নির্বাচনের সময় সব প্রার্থীর দেয়া হলফনামার বিধান বাতিলের প্রস্তাব মৌলিক অধিকারের পরিপন্থী। বললেন সুশাসনের জন্য নাগরিকের(সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

রোববার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০০৫ সালে এক রায়ে নির্বাচন কমিশনকে সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে আট ধরনের তথ্য হলফনামা আকারে সংগ্রহ এবং তা জনগণের জন্য প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট।

গত ৮ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল বিধানটি বাতিলের প্রস্তাব করে। এর প্রতিবাদেই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন।

বদিউল আলম মজুমদার বলেন, হলফনামা দেয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এটি বাতিলের ক্ষমতা কারো নেই। নির্বাচন কমিশনেরও না। এই প্রস্তাব মৌলিক অধিকারের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রক্রিয়াকে আরো পরিচ্ছন্ন করতে হলফনামার ছকের পরিবর্তন, হলফনামার তথ্য যাচাই-বাছাই, অনলাইনে জমা দেয়ার ব্যবস্থা, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও হলফনামার বিধান যুক্ত করাসহ ছয় দফা প্রস্তাব দেয়া হয় সুজনের পক্ষ থেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন সুজনের সহ-সভাপতি বিচারপতি কাজী এবাদুল হক ও কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী সানজিদা হক বিপাশা।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতা কম হয়েছে : মার্কিন দুই সংস্থা
দ্বাদশ সংসদ নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে : রাষ্ট্রপতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
সংসদ নির্বাচনে যত টাকা ব্যয় হচ্ছে
X
Fresh