• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় ভূমিধসে ৩ বাংলাদেশিসহ নিহত ১৫

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৭, ২১:৪৬

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন স্থাপনায় ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৩ জন বাংলাদেশি রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দেশটির উত্তর-পশ্চিমের রাজ্য পর্যটন দ্বীপ পেনাংয়ের জর্জ টাউনে এই ভূমিধসের ঘটনা ঘটে। শনিবার সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।

পুলিশ বলছে, এ ঘটনায় আরো ১১ জন নিখোঁজ রয়েছেন। তবে কোন দেশের ঠিক কতজন নিখোঁজ, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভূমিধসের পর ১৬০ জন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে কাজ করছেন।

পেনাংয়ের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সাদন মোখতার বলেন, মাটির প্রায় ৩৫ মিটার গভীরে উদ্ধার অভিযান চালাচ্ছি। জীবিতদের চিহ্নিত করতে ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ জসিম জানিয়েছেন, হঠাৎ করে মাত্র এক মিনিটের মধ্যে ভূমিধসের ঘটনা ঘটে। শ্রমিকরা বের হবার সুযোগই পাননি।

পুলিশ বলছে, ভূমিধসে যেসব শ্রমিকেরা আটকে পড়েছেন, তাঁদের বেশিরভাগই ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক। এঁদের মধ্যে একজন রোহিঙ্গা ও একজন পাকিস্তানের নাগরিকও আছেন।

জানা গেছে, স্থাপনায় দু'টি ৪৯ তলা ভবন তৈরীর কাজ চলছিল। ভূমিধসের কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ এপ্রিল)
X
Fresh