• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাজধানীতে খালে পড়া শিশু হৃদয়ের লাশ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৭, ১৫:১৯

রাজধানীর মুগদা এলাকার মাণ্ডা খাল থেকে নিখোঁজের ৭ দিন পর শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে হৃদয়ের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

রাজধানীর মুগদা থানার মাণ্ডার মদীনাবাগ এলাকায় খালে পড়ে নিখোঁজ শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার আড়াইটার দিকে নিখোঁজের ছয়দিন শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জীবন মিয়া বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হৃদয়ের মরদেহ ঘটনাস্থলে খালের পাশেই রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গেলো রোববার বিকেল ৫টার দিকে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশুটি। মুহূর্তের মধ্যে সে তলিয়ে যায়। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে পানিতে ময়লা-আবর্জনা থাকায় উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটে।

পরে সোমবার (১৬ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল শিকদার জানান, খবর পেয়ে তারা শিশুটিকে উদ্ধারের অভিযান চালায়। প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যায়নি।

ওই দিন মুগদা থানার অফিসার ইনচার্জ(ওসি) এনামুল হক জানিয়েছিলেন, হৃদয়ের বাবা আব্দুস সালাম একজন রিকশা চালক। খেলতে গিয়ে শিশুটি নর্দমায় পড়ে যায়। ফায়ার সার্ভিসে উদ্ধারের সহয়তা কারা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh