• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ অক্টোবর ২০১৭, ২১:০২

স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

শনিবার সকাল সাড়ে ১০টায় আট দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন।

শুক্রবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানান।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতিকে নিয়ে হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবে।

তিনি আরো জানান, আবদুল হামিদ মুরফিল্ডস আই হসপিটাল এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে তার স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

রাষ্ট্রপতি আগামী ২৯ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে ধারনা করা হচ্ছে।

৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি আবদুল হামিদ এর আগে গত এপ্রিলে একই হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন গ্লুকোমা রোগে ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালে লন্ডনে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
লন্ডন-ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুক পোস্ট, প্রতিবাদ বিমানের
লন্ডনের পুলিশ স্টেশনে আগুন
X
Fresh