• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সারাদেশে ছোট লঞ্চ চলাচল বন্ধ : বিআইডব্লিউটিএ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ অক্টোবর ২০১৭, ১৯:৩১

বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে হাতিয়া, বেতুয়া ও রাঙ্গাবালী; আরিচা থেকে সব রুটে এবং সারাদেশে ৬৫ ফুটের ছোট সব লঞ্চ চলাচল বন্ধ রাখার জন্য বলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)।

নৌ বন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত থাকলে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল বন্ধ রাখার নিয়ম। সে কারণেই সারা দেশে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার আরটিভি অনলাইনকে এসব কথা জানান।

এদিকে মুন্সীগঞ্জ প্রান্তে শিমুলিয়া ও মাদারীপুর প্রান্তে কাঁঠালবাড়ি রুটেও নৌযান পারাপার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থলভাগে উঠে আসায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি চলছে এবং শনিবার সকাল পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

বিরূপ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh