• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

'ধানমণ্ডি সমুদ্র সৈকতের অবস্থা কেউ কি বলতে পারেন?'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ অক্টোবর ২০১৭, ১৮:৩৭

প্রবল বৃষ্টিতে ডুবে গেছে রাজধানী ঢাকার অনেক পথ। আর ডুবে যাওয়া এসব রাস্তাঘাটের ছবি দিয়ে ফেসবুক রঙ্গে মেতেছেন রাজধানীবাসী। জলাবদ্ধতার কারণে রাজধানীর কোন রাস্তায় তীব্র যানজট, গাড়ি নিশ্চল, এসব জানতে চেয়েও অনেকে মজার মজার স্ট্যাটাস দিয়েছেন।

এসব স্ট্যাটাসের নিচে কমেন্টও পড়ছে বেশ। চলছে হাস্যরস।

একজন ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানতে চেয়েছেন, 'ধানমণ্ডি ২৭ নম্বর সমুদ্র সৈকতের কি অবস্থা কেউ কি বলতে পারবেন? জাহাজ ছাড়া পার হওয়া কি সম্ভব?'

কেউ লিখেছেন, 'আমি এখন উত্তরা থেকে মাওয়া যাবো। রাস্তা কি অনেক ভেজা?'

অন্য একজন লিখেছেন, 'বেস্ট ওয়ে টু এন্টার ধানমন্ডি সি বিচ? থ্রো পান্থপথ। যেখানেই যাবেন পানি জমে আছে। আমি গ্রীন রোড আর ধানমন্ডির অবস্থা চারিদিক পানিময় বলে ঘোষণা করছি। তবে পানির নিচের রাস্তা ভালো।'

মহাখালী থেকে উত্তরা যাওয়ার রেসিপি দিয়েছেন এক উত্তরাবাসী। তিনি লিখেছেন, 'অফিস থেকে বের হয়ে প্রথমেই 'দুষ্টু' অবস্থানের কাছাকাছি পর্যায়ে প্যান্ট গুটিয়ে নিয়ে উসাইন বোল্টের ন্যায় উর্ধ্বশ্বাসে দৌড় দিয়ে সিগন্যালে আসুন। ভাড়ার চিন্তা না করে সামনে যেই বাস পাবেন তাতেই লটকে পড়ুন।'

তিনি লিখেছেন, সৈনিক ক্লাবে এসে বঙ্কিমের একটি উপন্যাস নিয়ে শো অফ করুন। ঝাড়া ২০ মিনিট এখানেই মনে মনে খিস্তি খেউড় করতে হবে। চাইলে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা- নিয়ে একখানা রচনা লিখে ফেলতে পারেন।

তিনি আরো লিখেন, 'রেডিসন পর্যন্ত আপনার গাড়ি অথবা ঘোড়া মীনা কার্টুনের লালীর মতই "মরিচ" খাওয়া দৌড় দিবে। বিশ্বরোডের পর সাড়ে ৭ মিনিটের একটা পাওয়ার ন্যাপ আপনি নিতেই পারেন। বাকী সময়টা কলঙ্কমুক্ত অবস্থায় কাটবে। বি:দ্র: গুটানো প্যান্ট নামিয়ে ফেললে আবার গুটিয়ে ফেলুন। ধুন্ধুমার বৃষ্টি হচ্ছে, আপনি চান অথবা না-ই চান দৌড় আপনাকে দিতে হবে।'

এক টেলিভিশন সাংবাদিক ডুবে যাওয়া রাস্তায় সেলফি তুলে লিখেছেন, 'শুভ সকাল, বৃষ্টিস্নাত ঢাকায় স্বাগত। সাথে ছাতা রাখুন, ভ্যানে চড়ুন।'

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
বৃষ্টিপাতের রেকর্ড, যতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
X
Fresh