• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাড়ির মালিক ও নির্মাতা প্রতিষ্ঠান মানছেন না নির্মাণবিধি

শাহাবুদ্দিন শিহাব

  ১৯ অক্টোবর ২০১৭, ১৩:০৮

রাজধানীর বেশির ভাগ বাড়ির মালিক ও নির্মাতা প্রতিষ্ঠান মানছেন না নির্মাণবিধি।

এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের অসৎ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ থাকায় পরিস্থিতি উন্নতির বদলে বরং দিন দিন অবনতি হচ্ছে।

পৃথিবীর অন্যতম বসবাসের অযোগ্য নগরী ঢাকা। যেখানে স্থায়ী স্থাপনা নির্মাণের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন করা নকশা অনুসরণ করা বাধ্যতামূলক। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা।

এমনকি স্পর্শকাতর এলাকা এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশেও চলছে নিয়ম না মানার প্রতিযোগিতা।

ঠিক তেমনিই আরেক ভবন রাজধানীর ধলপুরের নির্মাণাধীন বহুতল বাড়িটি। রাজউকের নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে এ ভবনটির নির্মাণকাজ। এ বিষয়ে জানতে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির মালিককে ফোনে পাওয়া গেল। তবে আরটিভি টিমকে আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের কাছে যেতে বললেন ভবন মালিক। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও দেখা পাওয়া গেলো না তার।

তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরও স্বীকার করলেন, রাজউকের বিধি না মেনেই কাজ করার।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান জানান, অনিয়ম বন্ধে রাজউকের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের তাগিদ দিতে হবে।

এদিকে বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে ভবিষ্যতে ঢাকা শহরে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

রাজউকের চেয়ারম্যান মো. আবদুর রহমান প্রতিশ্রুতি দিলেন- সমস্যা সমাধানে বিধি বহির্ভূতভাবে ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এমন উদ্যোগ দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় রাজধানীবাসী।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুইপারকে বাঁচাতে সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিকেরও মৃত্যু
রাজধানীতে নারী খুন, সন্দেহে বাড়ির মালিক 
X
Fresh