• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘রাজনীতি থেকে ছিটকে পড়ছে বিএনপি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৬

ভুল কর্মসূচির কারণে রাজনীতি থেকে ছিটকে পড়েছে বিএনপি। বললেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি । এটা তাদের রাজনৈতিক ভুল ছিল। এর কারণে আজকে তারা ছিটকে পড়েছে।

তিনি বলেন, বিএনপি ভেবেছিল নির্বাচনে অংশ না করে জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটানো যাবে। তাদের আন্দোলনে জনগণ তা সাড়া দেয়নি।

‘পুলিশই এই সরকারকে টিকিয়ে রেখেছে, আর তাদের দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনের চেষ্টা চালাচ্ছে’। মির্জা ফখরুলের এমন অভিযোগে হানিফ বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর ভর করেছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড যখন আইনশৃংখলা বাহিনী দমনের চেষ্টা করছে তখন তারা এসব অভিযোগ করছে।


এইচটি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh