• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিইসি’র পদত্যাগ দাবি করলেন কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর ২০১৭, ১৫:৪১

জিয়াউর রহমানকে এ দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার পদত্যাগ দাবি করলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

তিনি বলেন, নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল (রোববার) বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে সিইসি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাকে পদত্যাগ করতে হবে।

আজ (সোমবার) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় কৃষক শ্রমিক জনতা লীগ। সংলাপ থেকে বের হয়ে কাদের সিদ্দিকী এ দাবি জানান।

রোববার বিএনপির সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেছিলেন, ‘জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এরপর ২০০১ সালে তার নেতৃত্বে ফের সরকার গঠিত হয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার কাজে প্রকৃত নতুন ধারার প্রবর্তন করেছে।’