• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্লু হোয়েলের লিংক বন্ধের নির্দেশ হাইকোর্টের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ অক্টোবর ২০১৭, ১৪:২১

আলোচিত ব্লু হোয়েলসহ আত্মহত্যায় প্ররোচনাকারী সব গেমের গেটওয়ের লিংক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার বাংলাদেশে ব্লু হোয়েলসহ আত্মহত্যায় প্ররোচনাকারী এ জাতীয় গেমের সব লিংক ব্লক করে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

রিটে মোবাইল ফোন অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়।

রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন, এটি একটি মরণঘাতী গেম। এই গেম অবশ্যই বন্ধ করা উচিত। এটি করা না হলে কিশোর-কিশোরীরা আসক্ত হবে এবং ধ্বংস হবে তরুণ সমাজ।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. কাউসার, অ্যাডভোকেট নূর আলম সিদ্দিক ও সুব্রত বর্ধন রিট আবেদনটি করেন।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh