• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুর্বলকে পরাজিত করে জিততে চাই না: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ অক্টোবর ২০১৭, ২১:০৪

নির্বাচনে বিএনপি আসুক এটা আমরা মনে প্রাণে চাই। আমরা দুর্বলকে পরাজিত করে জিততে চাই না। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নির্বাচন কমিশনের সংলাপে যাওয়া ইতিবাচক। সিইসির হয়তো মনে হয়েছে যে, বিএনপি সংলাপেও আসবে ইলেকশনেও আসবে। সংলাপে তো তারা গেল আজ।

তিনি বলেন, ইলেকশনে তারা আসবে না এমন নেগেটিভ কথা আমরা কেন বলব। আমিও তো বলছি যে বিএনপি একটা শক্তিশালী প্রতিপক্ষ। বড় দল।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং আগামী নির্বাচনে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ১১টি প্রস্তাব দেবে আওয়ামী লীগ।

তিনি বলেন, ঢাকায় সিটিংয়ের নামে যানবাহনগুলো নৈরাজ্য চালাচ্ছে। তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।

সিএনজিগুলো অধিকাংশ ক্ষেত্রে কোনো নিয়ম মানছে না। চট্টগ্রামে সিএনজির অবস্থা আরও খারাপ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
X
Fresh