• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘আমার নামে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৭, ২০:৩১

আমার নামে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। কিছু অসাধু ব্যক্তি এসব আইডি খুলে বিভিন্ন মন্তব্য প্রচার করছেন। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর আগেও আমার নামে খোলা ফেসবুক আইডি থেকে বিভিন্ন মন্তব্য প্রচার করা হয়েছে, যার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না।

তিনি তার নামে খোলা এসব ভুয়া ফেসবুক আইডি সম্পর্কে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরো বলেন, খালেদা জিয়াকে রাজনৈতিক ও মানসিকভাবে হেনস্তা করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার। প্রতিহিংসা চরিতার্থ করতে আদালতকে ব্যবহার করে তার বিরুদ্ধে লাগাতার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে।

একদিকে জনগণকে ভয়ভীতি প্রদর্শন, অন্যদিকে বিএনপি চেয়ারপারসনকে পর্যুদস্ত করতে পারলেই দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকার মনোবাসনা পূরণ হবে ভেবেই সরকার খালেদা জিয়াকে হয়রানি করতে নানা কারসাজিতে মেতে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
স্বাক্ষর জাল করে ভুয়া কাবিননামা, কাজি-সহযোগী কারাগারে
X
Fresh