• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি

  ০৬ অক্টোবর ২০১৭, ১৭:৫৯

ঝিনাইদহ সদর উপজেলার কালা লক্ষ্মীপুর নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ।

আহতরা হলেন- ঢাকার মিরপুর ১৩ নম্বর এলাকার মাসুদ মাহমুদ, ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার সাইদুর রহমান, সদর উপজেলার চাকলা পাড়ার অপূর্ব, ব্যাপারীপাড়ার আব্দুর রশিদ, গৌতম, আরাপপুর এলাকার আকরাম হোসেনসহ ২০ জন।

ওসি এমদাদুল হক শেখ আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার সকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পুর্বাশা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

তবে পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক দিয়ে যাবার সময় কালা লক্ষ্মীপুর নামক স্থানে পৌঁছালে বাসটি অন্য একটি পরিবহনকে সাই দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ২০ জন আহত হন। তাদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করেন।

এরপর আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বেশ কয়েকজন বেসরকারি ক্লিনিকেও চিকিৎসা নিচ্ছেন বলেও জানান ওসি।

এসজে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার 
বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২
ফেসবুকে শিক্ষকের কুরুচিপূর্ণ ভিডিও পোস্ট, তুমুল সমালোচনা 
ঝিনাইদহে মানবপাচার মামলায় ৩ জনকে যাবজ্জীবন 
X
Fresh