• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রস্তাব করেছে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ অক্টোবর ২০১৭, ১৪:১২

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রস্তাব করেছে মিয়ানমার। জানালেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী কিউ টিন্ট সোয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আবুল হাসান মাহমুদ আলী জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে বাংলাদেশ ও মিয়ানমার সম্মত হয়েছে। দ্বিপাক্ষিক একটি চুক্তির জন্য খসড়া হস্তান্তর করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। শিগগিরই মিয়ানমার সফরে যাবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ওই সফরে মিয়ানমারের সঙ্গে ‘সীমান্ত সুরক্ষা সম্পর্কিত একটি সমঝোতা স্মারক’ সই হতে পারে।

বৈঠকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহিদুল হক, বিজিবি ডিজি আবুল হোসেন ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার দিনগত রাত ১টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে সোয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জুলাই মাসে কিউ টিন্ট সোয়েকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান আবুল হাসান মাহমুদ আলী। এই আমন্ত্রণে সাড়া দিয়ে কিউ টিন্ট সোয়ে রোববার রাতে ঢাকায় এসেছেন। সোমবার রাতেই কিউ টিন্ট সোয়ে মিয়ানমারে ফিরে যাবেন।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাফাতের দ্বিপাক্ষিক বৈঠক
মিয়ানমারে আটকে পড়াদের ২৪ এপ্রিল ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
কাতারের আমিরের ঢাকা সফরে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
X
Fresh