• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফের ১৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৫

কক্সবাজারের ইনানী বিচ থেকে ভাসমান অবস্থায় ১৪ রোহিঙ্গা নারী-শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, নিহতরা মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন। নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গেল ২৫ আগস্টের পর থেকে দেড় শতাধিক হতভাগ্য রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হলো, যারা মূলত নৌকাডুবিতে মারা গেছেন।

উখিয়া থানার ওসি (তদন্ত) কাই কিসলো জানান, সাগরে ৩টি ট্রলার ডুবিতে এই ১৪ রোহিঙ্গা নারী-পুরুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে গেল এক মাসে প্রায় ৫ লাখ নতুন রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এ অভিযানে কয়েক হাজার রোহিঙ্গা নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করেছে।

যদিও মিয়ানমার সরকার বলছে নিহতের সংখ্যা ৪শ’।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
যেভাবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘কক্সবাজার এক্সপ্রেস’
পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!
‘কক্সবাজারকে সমৃদ্ধ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে’
X
Fresh