• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে ৭ ধাপ এগিয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০৩

বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১০৬তম স্থানে থেকে ৯৯তম স্থানে উন্নীত হয়েছে।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম পরিচালিত গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৭-২০১৮ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ সূচকের প্রায় প্রতিটিতেই উন্নতি করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশই এ সূচকে উন্নতি করেছে। এর মধ্যে পার্শ্ববর্তী ভারত সূচকের প্রায় সবটাতেই উন্নতি করেছে। সূচকে ভারতের অবস্থান ৪০তম।

এছাড়া ভুটান ১৫ ধাপ এগিয়ে ৮২তম স্থানে, নেপাল ১০ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে অবস্থান করছে। বাংলাদেশের মতো ৭ ধাপ এগিয়েছে পাকিস্তান। দেশটির অবস্থান ১১৫তম।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য আইসিটি অবকাঠামো এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ছিল বড় বাধা। গত দশকে সাব-সাহারা আফ্রিকার মতো এ অঞ্চলে প্রযুক্তিগত উন্নয়ন এক প্রকার ‘অপরিবর্তিত অবস্থায়’ ছিল।

এবার ১৩৭টি দেশের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সূচকে শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড, তাদের স্কোর ৫ দশমিক ৮। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, জার্মানি, হংকং, সুইডেন, যুক্তরাজ্য, জাপান, ও ফিনল্যান্ড।

এসএস/এপি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সুন্দরী প্রতিযোগিতায় প্রথম সৌদি নারী রুমি
ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না : বর্ষা
অস্ট্রেলিয়ায় জাতীয় শিশু দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
X
Fresh