• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উল্টোপথে গাড়ি চালিয়ে ফের ধরা সমবায় সচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩০

উল্টোপথে গাড়ি চালিয়ে আবারো ধরা খেলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মাফরুহা সুলতানা।

সোমবার সন্ধ্যায় শেরাটন হোটেলের দিক থেকে উল্টোপথে এসে বাংলামটর মোড়ে পৌঁছানোর কিছুটা আগে তার গাড়ি আটকায় ট্র্যাফিক পুলিশ।

এ সময় গাড়ির চালক বাবুল মোল্লার কাছে উল্টো পথে আসার কারণ জানতে চাওয়া হলে তিনি কিছু বলেননি। তবে গতকাল রোববার হেয়ার রোডে যখন বাবুল মোল্লাকে পুলিশ থামায়, তখন সার্জেন্টকে জিজ্ঞাসা করেন, নতুন কোনো আইন হয়েছে নাকি?

রোববার ও সোমবার দুইদিনই গাড়িতে সচিব মাফরুহা সুলতানা গাড়িতে বসা ছিলেন।

আজ সোমবার বিকেল সাড়ে চারটা থেকে বাংলামটরে অভিযান শুরু হয়। এখানে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ, যুগ্ম কমিশনার ট্রাফিক দক্ষিণ মফিজউদ্দিন আহমেদ, উপকমিশনার দক্ষিণ রিফাত আহমেদ শামীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত দুই ঘণ্টার অভিযানে সমবায় সচিবের গাড়ি ছাড়াও পুলিশের এসপি পদমর্যাদার গাড়িসহ বেশ কিছু মোটরসাইকেল জরিমানার শিকার হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযান চলবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh