• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মালিতে সন্ত্রাসী হামলায় ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:০০

আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের হামলায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মেজরসহ চারজন। রোববার সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নিহতরা হলেন- সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স করপোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রকোনা), সৈনিক মনোয়ার, ইস্ট বেঙ্গল (বরিশাল)।

একই ঘটনায় মেজর জাদিদ, পদাতিক (ঢাকা), করপোরাল মহিম, পদাতিক (নোয়াখালী), সৈনিক সবুজ, পদাতিক (নওগাঁ) এবং সৈনিক সরোয়ার, পদাতিক (যশোর) আহত হয়েছেন।

আইএসপিআর জানায়, আফ্রিকার মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় শনিবার বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। ওই সময় সন্ত্রাসীদের প্রতিহতও করেন তারা। এরই ধারাবাহিকতায় রোববার কর্মরত এলাকায় দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে বাংলাদেশি সৈন্যবাহিনীর ওপর ফের হামলা চালায় সন্ত্রাসীরা। সাহসিকতা ও সফলতার সঙ্গে পুনরায় সন্ত্রাসীদের প্রতিহত করেন সৈন্যরা। কিন্তু সংঘর্ষের এক পর্যায়ে সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে মালিতে নিয়োজিত বাংলাদেশি অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে রয়েছেন বলে জানায় আইএসপিআর।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিন আগেই নোঙর করবে এমভি আবদুল্লাহ
গাড়ি মালিকদের জন্য সুখবর
মুক্তির পর যে কারণে জাহাজ এমভি আবদুল্লাহকে ঘেরা হলো কাঁটাতারে
সুইপারকে বাঁচাতে সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিকেরও মৃত্যু
X
Fresh