• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

‘রোহিঙ্গাদের পাঠিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মিয়ানমার’

আরটিভি অনলাইন রিপোর্ট, টঙ্গী

  ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৬

রোহিঙ্গাদের এ দেশে পাঠিয়ে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার গাজীপুরের টঙ্গীতে অ্যাননটেক্স কারখানায় স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মুহিত বলেন, চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে দোলা দিয়েছে। এর আগেও এসেছে। মিয়ানমার রোহিঙ্গাদের এ দেশে পাঠিয়ে আমাদের অর্থনীতি বিধ্বস্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, আমরাও স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশে আশ্রয় নিয়েছিলাম। এটা আমরা কখনো ভুলিনি। তবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা করে যাচ্ছেন।

অর্থমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। শেখ হাসিনার সরকার জনকল্যাণমুখী সরকার। তিনিও সবসময় জনকল্যাণমুখী।

তিনি বলেন, যেসব রোহিঙ্গা আশ্রয় চাইবে, আমরা তাদের আশ্রয় দেব। তবে আমরা চাই যে মিয়ানমারে তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক। সেখানে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করুক।

এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান, অ্যাননটেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক বাদল ইউনুছসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
X
Fresh