• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১০ অক্টোবর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে বিপ্লবী পার্টি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৫

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে আগামী ১০ অক্টোবর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বামপন্থী রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পার্টি (এনআরপি)।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

এতে সভাপতিত্ব করেন জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা অরবিন্দু ব্যাপারীসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, দেশ কঠিন সংকটময় সময় অতিক্রম করছে। একদিকে হাওর অঞ্চলে কৃষকদের সীমাহীন দুর্ভোগ বেড়েছে, অন্যদিকে, বন্যায় উত্তরাঞ্চলসহ সারাদেশের মানুষের মধ্যে হাহাকার চলছে।

এরই মধ্যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে বেপরোয়াভাবে। কিন্তু বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

বক্তারা আরো বলেন, এরই মধ্যে শুরু হয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা। জনগণের পকেট কেটে লুটপাটকারীদের হাতকে প্রসারিত করার চেষ্টা হচ্ছে।

অবিলম্বে দাম বাড়ানোর প্রস্তাব বাতিল না করলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও উচ্চারণ করেন বক্তারা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh