• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘রাখাইনে রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন’

অনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:১১

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন, বর্বরোচিত ও মানবাধিকারের লঙ্ঘন। বললেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদল।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।

৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি অ্যান মেইন।

অ্যান মেইন বলেন, আমরা খুবই মর্মাহত, সেখানে বৃদ্ধ ও শিশুদের হত্যা করা হয়েছে। আমরা জানি না সেখানে কতজনকে খুন করা হয়েছে। তবে যা হয়েছে তা অবশ্যই ভয়ঙ্কর।

তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য সামর্থ্যানুযায়ী বাংলাদেশ যা করছে তা প্রশংসনীয়।

প্রতিনিধিদলটি গেলো মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যায়।

এদিকে, প্রতিনিধিদলটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলমের সঙ্গেও দেখা করেন।

বিভিন্ন সংস্থার হিসেব মতে ২৫ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪ লাখ ২৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। তাদের মধ্যে বেশির ভাগই শিশু। ইউনিসেফের তথ্য মতে শরণার্থীদের ৬০ শতাংশই শিশু।

২৪ আগস্ট রাতে রোহিঙ্গা বিদ্রোহীরা পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার পর পাল্টা অভিযানে অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেয়া ছাড়াও ধর্ষণ ও নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠে সেনাবাহিনীর বিরুদ্ধে।

প্রতিবেশী রাখাইন রাজ্যে দমন-পীড়নের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে চলে এসেছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
ঈদেও থামেনি বিস্ফোরণ, কাঁপল টেকনাফ-সেন্ট মার্টিন সীমান্ত
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
X
Fresh