• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শুক্রবার থেকে ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী : কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৫

শুক্রবার থেকে সেনাবাহিনী রোহিঙ্গাদের শেড নির্মাণ ও ত্রাণ কার্যক্রমে অংশ নেবে। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য ভারত সরকারের দেয়া ত্রাণ বিতরণ শেষে গণমাধ্যমকে এ কথা জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী দেশ ভারত যেমন আমাদের পাশে ছিল, তেমনি এখনো পাশে আছে। বাংলাদেশের যেকোনো দুঃসময়ে ভারত আমাদের সাথেই থাকে। মিয়ানমারকে চাপ প্রয়োগ করে তাদের নাগরিকদের ফেরত নিয়ে যেতে ভারত সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে আশা করেন তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, মিয়ানমার সরকারের মনোভাব ও গতিবিধি আমরা এখনো পরিষ্কার বুঝতে পারছি না। বিশ্বব্যাপী রোহিঙ্গাদের পক্ষে জনমত জোরদার হচ্ছে। আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে সরকার খুব আশাবাদী।

মন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতারা যেভাবে রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিয়েছেন, তাতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার পক্রিয়া আরো বেগবান হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
X
Fresh