• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘সরকারের জন্যই চালের দাম ক্রয় ক্ষমতার বাইরে’

আরটিভি অনলাইন রিপোর্ট, ঠাকুরগাঁও

  ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৫

সরকার নিজেই সংকট তৈরি করার কারণে চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন বিতরণের সময় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, সরকার মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে পারেনি। চালের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। সাধারণ মানুষ চাল কিনতে পারছে না। অথচ সরকারের মন্ত্রীরা এখনো জোর গলায় বলছেন চালের কোনো সংকট নেই।

বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে ভয়াবহ সঙ্কট সৃষ্টি হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গাদের নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা প্রথম থেকেই বলেছি রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে। সেইসঙ্গে তারা যেন দেশে ফিরে যেতে পারে সেজন্য মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিকভাবে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। এটা করতে আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে।

সরকারের সমালোচনা করে ফখরুল আরো বলেন, সরকার প্রথম দিকে রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়নি। সমগ্র বিশ্ব যখন রোহিঙ্গাদের পক্ষে কথা বলছে, মিয়ানমারকে ধিক্কার দিচ্ছেন তখন সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত লাখ লাখ মানুষ খোলা আকাশে নিচে বৃষ্টিতে ভিজে মানবেতর জীবনযপান করছে। শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু সরকার এখন পর্যন্ত রোহিঙ্গাদের প্রয়োজনীয় সুবিধা দিতে পারেনি।

আলোচনা সভা শেষে ঠাকুরগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারের মাঝে ১ বাণ্ডিল করে ঢেউটিন বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
X
Fresh