• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা ইস্যুতে কেউ যেন জল ঘোলা না করে : কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৩

রোহিঙ্গা ইস্যু নিয়ে যাতে কেউ রাজনীতির জল ঘোলা না করতে পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে কুতুপালং থেকে উখিয়া পর্যন্ত সড়ক প্রশস্থকরণ কাজের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী কোনো রোহিঙ্গা না খেয়ে থাকবে না। এজন্য রোহিঙ্গা ক্যাম্পে আটটি লঙ্গরখানা, ১২টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। তাদের অস্থায়ী বাসস্থান, চিকিৎসা, স্যানিটেশনসহ সব ধরনের মানবিক সহায়তা দেবে আওয়ামী লীগ সরকার।

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, ‘একটি দল ও দালাল প্রকৃতির কিছু লোক রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবাইকে সঙ্গে নিয়ে তাদের এই অপচেষ্টা ব্যর্থ করা হবে।’