• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফের হাসপাতালে আল্লামা শফী

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১২

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারি মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরীর ওআর নিজাম রোডে অবস্থিত বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নেয়া হয়।

শারীরিক দুর্বলতার কারণে তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

চিকিৎসকরা জানান, তার ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। শারীরিক অবস্থাও মোটামুটি স্বাভাবিক।

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক ও আল্লামা শফির ছেলে মাওলানা আনাস মাদানি জানান, দীর্ঘদিন ধরেই তার বাবা ডায়াবেটিস, কিডনি ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন।

চলতি বছরের জুনে রাজধানীর আসগর আলী হাসপাতালে এক মাসেরও বেশি সময় চিকিৎসা নেন তিনি।

পরে গেলো ২২ জুলাই উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লীতে নেয়া হয় হেফাজত আমিরকে।

সেখানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার পর ২৯ জুলাই ছাড়পত্র পান তিনি। এক সপ্তাহ ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় অবস্থান করার পর ৫ আগস্ট দেশে ফিরেন তিনি।

আল্লামা শফীর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে হেফাজতে ইসলাম।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh