• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের জন্য ত্রাণের ট্রাক আটকানোর নিন্দা ফখরুলের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩১

কক্সবাজারে রো‌হিঙ্গা শরণার্থীদের জন্য নিয়ে যাওয়া বিএনপির ২০টি ত্রাণবাহী ট্রাক পুলিশ আটকে দেয়ার ঘটনার অভিযোগ করে নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অভিযোগ জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, সরকা‌রের মু‌খোশ উন্মোচন হ‌য়ে‌ছে। রো‌হিঙ্গা‌দের পা‌শে দাঁড়া‌নো শুধুই আইওয়াশ। রো‌হিঙ্গা‌দের পাশে দাঁড়াতে চায় না ব‌লেই সরকার এমন জঘন্য কাজ‌টি ক‌রে‌ছে।

বিএনপির এই নেতা আরো জানান, মির্জা আব্বা‌সের নেতৃ‌ত্বে ২০টি ত্রাণের ট্রাক রো‌হিঙ্গা‌দের সাহা‌য্যের জন্য কক্সবাজা‌রের উখিয়ায় যায়, কিন্তু পু‌লিশ সেই বহর আট‌কে দেয়। এ ছাড়া কক্সবাজা‌রে জেলা বিএন‌পির কার্যালয়ও পুলিশ ঘিরে রেখেছে।

ফখরুল ব‌লেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাস‌নের কা‌ছে জোর দা‌বি জানা‌চ্ছি ত্রাণ বিতর‌ণে যেন বিঘ্ন না ঘ‌টে।

এ সময় বিএন‌পির জাতীয় স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন, বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, উপ‌দেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাস‌চিব হা‌বিব-উন-নবী খান সো‌হেল, প্রচার সম্পাদক শ‌হীদউদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh