• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ষোড়শ সংশোধনীর আইনি লড়াইয়ে সরকার সফল হবে : আইনমন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৪

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ইস্যুতে সরকার আইনি লড়াইয়ে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

সোমবার সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য ফখরুল ইমাম তার প্রশ্নে বলেন, 'হাইকোর্টের রায়ে বলা হয়েছিল- ডিসফাংশনাল পার্লামেন্ট। হাইকোর্টে যেদিন রায় হয়েছিল, সেদিন আপনি বলেছিলেন- কিছুতেই এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টে অবশ্যই জিতব। বিষয়টির সর্বশেষ অবস্থান কী, জানতে চাই।'

জবাবে আইনমন্ত্রী বলেন, 'আমি এই সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, মামলার এক পক্ষ হিসাবে আমরা নিশ্চয় জিতব। রায় দেওয়ার মালিক আপিল বিভাগ। তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমার বিশ্বাস, আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনী মামলায় আমরা সফল হবো।'

এর আগে বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০১৪ সালে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিলেও আপিল বিভাগের রায়ে তা বাতিল হয়ে যায়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh