• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বার্মিজ পণ্য বর্জনের ডাক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৪

মিয়ানমারের চালসহ সব পণ্য বর্জনের ডাক দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। সোমবার রাজধানীর গুলশানে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি থেকে দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি।

ঘেরাও পূর্ব সমাবেশে ডা. ইমরান এইচ সরকার বলেন, রোহিঙ্গাদের রক্তে ভেজা মিয়ানমারের চাল বাংলাদেশের মানুষ খেতে চায় না। জনগণ এ চাল বাংলাদেশে ঢুকতে দেবে না। চাল আমদানির সরকারি চুক্তি বাতিল করতে হবে।

তিনি বলেন, আপনাদের টাকায় অস্ত্র, গোলাবারুদ কিনে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের রক্ত ঝরাচ্ছে। তাই সারাদেশে মিয়ানমারের সব পণ্য বর্জন করেন। অর্থনৈতিকভাবে কোণঠাসা করে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ জানাতে হবে।

তিনি বলেন, আপনারা জানেন, পৃথিবীর বিভিন্ন দেশে মিয়ানমারের দূতাবাস ঘেরাও করে তাদের প্রত্যাখ্যান করা হচ্ছে।

ইমরান এইচ সরকার বলেন, বাংলাদেশ সরকার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে একই সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে।

ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দেয়ায় একটি প্রতিনিধি দল দূতাবাসে যায়।

ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে এ দলের ৫ সদস্য রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি তুলে দেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
X
Fresh