• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা ইস্যুতেও পাশে থাকবে ভারত, আশা কাদেরের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘৭১ এর দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল। এই দুঃসময়েও ভারতকে পাশে পাবো বলে আশা করছি।’

রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ-এর মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন কাদের।

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে পুরো দুনিয়া আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী বিশাল ভারতের এই উদ্বেগ প্রকাশের পাশাপাশি তাদের আমাদের পাশে থাকা প্রয়োজন।’

ওবায়দুল কাদের বলেন, ‘মিয়ানমার থেকে রোহিঙ্গারা স্রোতের মতো আসছে। এ সংখ্যা তিন লাখে চলে আসছে। জানি না এই স্রোতের ভার কতদিন বহন করতে পারব। এই বিষয়ে সরকারকে সবার সহযোগিতা করা উচিত।’

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘যখন সরকার প্রো-একটিভ বলে জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেছে তখন একটি দল সমালোচনা করছে।

তারা মিয়ানমার সরকারের নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলছেন না। তাদের টার্গেট আওয়ামী লীগ সরকার।’

গত ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশি চৌকিতে উগ্রবাদীদের হামলার সূত্র ধরে রাখাইন রাজ্যে দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ। এরপর থেকে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারে ঢল নামে রোহিঙ্গাদের।

এদের বেশির ভাগই নারী ও শিশু। আশ্রয় কেন্দ্রগুলোতে (ক্যাম্প) খাদ্য ও পানি সংকট চরম আকার ধারণ করায় শরণার্থী হিসেবে আসা রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছেন।

বাংলাদেশ সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়দানের বিষয়টি বিবেচনা করলেও এতো বিপুল সংখ্যক নাগরিকের আশ্রয়দান বাংলাদেশের জন্য কষ্টকর হবে।

সি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh