• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুক্তামনি ভালো আছে, কিছুদিন পর বাড়ি ফিরবে : স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৫

মুক্তামনি অনেক ভালো আছে। কিছুদিনের মধ্যেই সে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরে যাবে। বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মুক্তামনিকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। কিছুদিনের মধ্যেই সে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সীমিত সম্পদের মধ্যেও আমাদের চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার জন্যই চিকিৎসকরা উৎসাহ পেয়েছেন। তরুণ ও প্রবীণ অভিজ্ঞ চিকিৎসকেরা তাদের মেধার পরিচয় দিচ্ছেন। তোফা-তহুরার অপারেশনসহ নানা জটিল চিকিৎসায় তারা সফল হয়েছেন। রাজধানীর চানখাঁরপুলে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট নির্মাণ কাজ শেষ হলে দেশের মানুষ আরো ভালো চিকিৎসা সেবা পাবে।

সাতক্ষীরার সদর উপজেলার কামার বায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের শিশুকন্যা মুক্তামনি বিরল রোগে আক্রান্ত হয়ে ডান হাত ফুলে বিকট আকার ধারণ করে। দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি। পরে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার সব দায়িত্ব নেন। মুক্তামনির চিকিৎসায় ১৪ সদস্যের টিম গঠন করা হয়।

এ টিমের মধ্যে প্রফেসর এম.এ খান, প্রফেসর মোজাফ্ফর হোসেন, প্রফেসর আবুল কালাম আজাদসহ অনেকে রয়েছেন।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh