• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের দেখতে বুধবার বাংলাদেশ আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৬

মিয়ানমারে চলমান সহিংসতায় রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বুধবার বাংলাদেশে পৌঁছবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু।

চাভুসগলু বুধবার সন্ধ্যায় আজারবাইজানের রাজধানী বাকু থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন।

মঙ্গলবার তুরস্কের গণমাধ্যম www.yenisafak.com দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এসব জানিয়েছে, রাখাইনে চলমান সহিংসতায় কমপক্ষে তিন হাজার রোহিঙ্গা মুসলিম মারা গেছে। এছাড়া প্রায় এক লাখ ২৫ হাজার জন পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একে গণহত্যা বলে উল্লেখ করেছেন। তিনি আসছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিষয়টি তুলবেন বলেও জানিয়েছেন।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত জেটে বাংলাদেশে আসবেন। তিনি কক্সবাজার পরিদর্শন করবেন। এসময় তার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর যাবার কথা রয়েছে।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গেলো শুক্রবার বিবৃতি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এর আগে গেলো বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে বাংলাদেশ সরকারকে সহায়তার অঙ্গীকার করেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh