• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে কাদের

অনলাইন ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৬

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে গেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কাদের সিদ্দিকীকে দেখতে যান তিনি।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অসুস্থ কাদের সিদ্দিকীর চিকিৎসার খোঁজখবর নেন।

গেলো রোববার কাদের সিদ্দিকী ডেঙ্গু জ্বর নিয়ে বিএসএমএমইউ হাসপাতালের অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর অধীনে ভর্তি হন।

এসময় বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয়টিকে মানবিকভাবে দেখছে সরকার। মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়া হবে। বাংলাদেশ কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা করছে।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন। প্রধানমন্ত্রী তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মা-বোনের সম্মানের জন্য আমি রক্ত দিয়েছি’
‘সাধারণ মানুষ খাবে বরই, বিত্তবানরা খেজুর আর মুরগির রান’
যে কারণে বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চান না কাদের সিদ্দিকী
পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম বাদ দেওয়া হয়েছে : কাদের সিদ্দিকী
X
Fresh