• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের ভরণপোষণের দায়িত্ব নিতে চায় তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০১

বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গাদের ভরণপোষণের দায়িত্ব নিতে চায় তুরস্ক সরকার। জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলভলুট কাভোসগলু।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বরাতে দেশটির সংবাদ সংস্থা আনাদোলু জানায়, এরইমধ্যে বাংলাদেশ সরকারকে সীমান্তে থাকা মিয়ানমারের নাগরিকদের জন্য ‘দ্বার খুলে দেবার’আহ্বান জানানো হয়েছে।

মেলভলুট বলেছেন, বাংলাদেশ উপকূলে আসা রোহিঙ্গাদের খরচ বহন করতে আগ্রহী তুরস্ক কর্তৃপক্ষ।

জাতিসংঘের মতে বর্তমানে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

মেলভলুট বলেন, এরইমধ্যে আমরা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সঙ্গেও কথা বলেছি। সমস্যা কাটিয়ে উঠতে রোহিঙ্গা ইস্যুর সমাধানে এ বছরেই আলোচনা বসা হবে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইস্তানবুলে ঈদুল আজহার অনুষ্ঠানে বলেছেন, মিয়ানমারে নারকীয় হত্যাকাণ্ড চলছে।

তিনি জানান, চলতি মাসে শেষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু উত্থাপন করা হবে।

গেলো বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি ‘বিশেষ মিটিং’হলেও এখনো এর কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।

গেলো ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর হাজারো রোহিঙ্গা নারী-পুরুষ পালিয়ে বাংলাদেশের দিকে আসতে থাকে। এদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় করে নদী ও সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে এতে অনেক মৃত্যুর আশঙ্কা করা হয়।

রিসেপ তাইয়েপ এরদোগান

নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশ উপকূলে মোট ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গেলো বুধবার ৪ জন, বৃহস্পতিবার ১৯ জন এবং শুক্রবার ১৭ জন আর শনিবার আরো ১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
X
Fresh