• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগ একটা উচ্চমার্গীয় মিথ্যার ফ্যাক্টরি: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ আগস্ট ২০১৭, ১৭:১১

আওয়ামী লীগ হচ্ছে একটি উচ্চমার্গীয় মিথ্যার ফ্যাক্টরি। বললেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানকে অপহরণের পর তার পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করতে পল্টন থানায় গেলে সেটি করতে দেয়া হয়নি। রাষ্ট্রকে এর জবাবদিহি করতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, হাওয়া বদলের আভাস পেয়ে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকার। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই সংসদীয় এলাকা পুনঃনির্ধারণ করছে নির্বাচন কমিশন।

এ থেকেই বোঝা যায়, সুষ্ঠু নির্বাচন করার কোনো ইচ্ছা নেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার।

বিএনপির এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, প্রভুকে খুশি করতে কারো মতামতকে তোয়াক্কা করছেন না কেএম নুরুল হুদা। নয়তো নির্বাচনের আগেই সেনা মোতায়েন, সংসদ ভেঙে দেয়া এবং সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতেন তিনি।


কে/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh